Wednesday, September 27, 2023

ইয়াবা ও গাঁজা সহ মাদক কারবারি সম্রাট গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ মোঃ সম্রাট মিয়া (২৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মোঃ সম্রাট মিয়া রাজবাড়ী সদর উপজেলার বাগমারা দক্ষিনপাড়া’র মোঃ শাহজাহান মিয়া’র ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজবাড়ী থানাধীন বাগমারা দক্ষিণপাড়া সাকিনস্থ ধৃত আসামী সম্রাট মিয়া এর পূর্ব দুয়ারী দুইকক্ষ বিশিষ্ট সেমিপাঁকা বসত ঘরের বারান্দার দক্ষিণ পার্শ্বের পকেট রুমের ভিতর থেকে এসআই(নিঃ)/ মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সম্রাট মিয়া(২৫), পিতা-মোঃ শাহজাহান মিয়া, গ্রাম- বাগমারা দক্ষিনপাড়া, থানা ও জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন।

এ বিষয়ে রাজবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here