রাজবাড়ী জার্নাল ডেস্ক: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ‘র অভিযানে ৫৩ পিস ইয়াবা সহ একাধিক মামলার আসামী নারী মাদক কারাবারি মোছাঃ পনসখী বেগম ওরফে রেবেকা (৪৩)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোছাঃ পনসখী বেগম ওরফে রেবেকা দৌলতদিয়ার মৃত হারিজুল ইসলামের স্ত্রী ।
গত ৯ই অক্টোবর রাত ৮টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ জনৈক কুদ্দুস মন্ডল এর বাড়ীর ঘরের ভিতর থেকে ভাড়াটিয়া পনসখী বেগম ওরফে রেবেকাকে ৫৩ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোছাঃ পনসখী বেগম ওরফে রেবেকা কে ৫৩ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। সে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ জনৈক কুদ্দুস মন্ডল এর বাড়ীর ঘরের ভিতর থেকে ভাড়াটিয়া । তার গ্রামের বাড়ী ঝিনাইদহ জেলার কালিগঞ্জে । গ্রেফতার মোছাঃ পনসখী বেগম ওরফে রেবেকার বিরুদ্ধে ২টি মামলা আদালতে বিচারাধীন।