Friday, October 11, 2024

এক দফা দাবী আদায়ে গোয়ালন্দে বিএনপি’র রোড মার্চ

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ এক দফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ পথ সভার গোয়ালন্দে জনসভায় পরিণত হয়েছে। গোয়ালন্দ থেকে শুরু করে শরিয়তপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার চলবে এ রোড মার্চ ।

মঙ্গলবার ৩ অক্টোবর সকাল ১০ টায় সময় জেলা বিএনপি’র আয়োজনে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে আসলাম ও হারুনের নেতৃত্বে রোড মার্চ পথ সভা ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে বসন্তপুর মহাসড়কের পাশে রোডমার্চ পথসভা অনুষ্ঠিত হয়েছে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক এর সভাপতিত্বে জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর সঞ্চালনায় রোড মার্চপথ সভায়

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,
বিএনপি’র স্থায়ী জাতীয় নির্বাহী কমিটি কমিটির সদস্য সেলিমা রহমান, বিশেষ অতিথি ,ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া,বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,
বিএনপি’ জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা,বিএনপি’জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, বিএনপি’র কেন্দীয় কৃষক দলের সহ সভাপতি মো. আসলাম মিয়া, রাজবাড়ী বিএনপি’ আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু প্রমুখ।

এসময় বক্তরা বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহার করাসহ নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here