Friday, January 3, 2025

কবিতা : অত:পর মানবকূলে ফিরে আসা – তাহমিনা মুন্নী

অত:পর মানবকূলে ফিরে আসা
তাহমিনা মুন্নী-
নিটোল জলে পদ্ম ফোটা দীঘির মৌনতা
কুঞ্জকানন সুরভিত হাস্নাহেনায় সুরঞ্জিত
অত:পর!
শুভ্রতার প্রাণান্তকর প্রচেষ্টায়
পৃথিবীর বুকে বেঁচে থাকা।
একেশ্বরবাদে বিশ্বাসী
সবুজ এই অরণ্যবাস আর হবে না ফিরে দেখা।।
অনন্তকাল যে পথের দোসর
সেখানে জুই চামেলি চম্পাকলি
হাজারো নামনা জানা ফুলের সুরভিত সুবাস।
সুধারঞ্জনে আজ যা ভাল সেটাই
আগামীর প্রতিফলন।
আমি তুমি সে
একটু ভালো থাকা কাউকে ভালো রাখার
পরিকল্পিত জীবনই কেবল পারে
সেই সুবাসিত পুস্পরাজির গন্ধে আগ্রাসন হতে।
অত:পর!
অনন্তকাল মানবকূলে বেঁচে থাকা
এটাই বা কম কিসের!

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here