Monday, December 11, 2023

কবিতা: আঁধারের হোক জয়- তাহমিনা মুন্নী

আঁধারের হোক জয়-
তাহমিনা মুন্নী-
আমাকে আঘাত করো,শত রুপে শতবার
রুধির শানিত ধারায়, তবু প্রেম অনিবার।
যে প্রেমে পলিত আঁখি,ভেঙে দিল যত গান
হৃদয় বিছানো পথে ,বিরহ ব্যথার দান।
কি ভুল সেধেছি আজই, ফিরিবার পথোহীন
হারিয়ে দিশা তারই,শূন্যতায় বাজে বীন।
তবুও আর চাইব না,ফিরে দেখা সেই দিন
জীবন সায়রে না হয়,মেটাবো প্রেমের ঋণ।
আমি তো বেসেছি ভালো,কষ্টের লোনাজল
ভুলে ভরা জীবনে, ব্যথা যার সম্বল।
মেঘে মেঘে বেলা যখন, পথ চলায় নির্ভয়
সব আলো নিভে যাক, আঁধারের হোক জয়।।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here