Friday, September 20, 2024

কবিতা: কবি তাহমিনা মুন্নী

জীবনের পরোতে পরোতে ফোটা অরবিন্দ শিশিরের নৈ:শব্দ্য মৌনতা
হৃদয়ের গীতাঞ্জলিতে বেজে ওঠে কল্লোল।।
অসম প্রেমের গীতি কবিতায় জীবনের চারুলতা।
এক অনাবিল ভাবনার করিডরে
হৃদয়ের মৌন প্রহরে যে গীত রচিত হয়,
সেখানেই ভ্রমণ করি অনাদিকাল!!
শরতের কাশফুল, প্রজাপতি মন
গল্পের আসরে, নিবেদিত কথা কলি কবিতা হয়ে ওঠে।
রংধনু রং স্পর্শ করে সমস্ত সত্ত্বা জুড়ে।
সেই রঙে সজীবতা লাভ করে অসম প্রেম অরবিন্দ ভালবাসা।
সকল প্রতিবন্ধকতা ভেদ করে
নৈসর্গিক প্রেমের মৃদু উষ্ণতা নিয়ে
নীলকন্ঠ রাতের বাতাসে মহুয়ার মাতাল গন্ধে
নিদারুণ ভালবাসার আস্বাদনে
সুখদ সময়ের এক অনাবিল আহবান।।
অবশেষে নিবিষ্ট হাতে কবি প্রাণ নিবেদন করেন
এক পৃথিবী কাব্যকলি
মুহূর্তেই হৃদয়ের বাসন্তীকায় বেজে ওঠে
ভালবাসার অনন্ত গল্প,
নীল বেদনার আভা মুছে চির সবুজ পৃথিবীতে বেঁচে থাকার বিশ্বস্ত আশ্রয়———-
তারই স্নিগ্ধতায় বারবার প্রস্ফুটিত পুস্পরাজির ন্যায় নৈসর্গিক প্রেমের শরাবে নিমগ্ন,
কবিতার শব্দ ভান্ডার অথবা যুদ্ধের ময়দানে নিমজ্জিত
কাব্যরসের আস্বাদনে
স্মৃতির পাতায় চির অম্লান
অসম প্রেম অরবিন্দ ভালবাসা
কবি তাহমিনা মুন্নী
ভবানীপুর, রাজবাড়ী।।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here