Friday, September 20, 2024

গোয়ালন্দে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোজাম্মেল হক গোয়ালন্দ(রাজবাড়ী) : “বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, সহকারী কমিশন (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, সাবেক গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here