Saturday, December 14, 2024

গোয়ালন্দে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত 

মোজাম্মেল হক লালটু গোয়ালন্দ : সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবানে স্থানীয় সরকার এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৭ই সেপ্টেম্বর সকাল ১০ টায় বিশাল একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা মাঠ চত্বরে ফ্রি ক্যাম্পিং এর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা,দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম,ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here