Friday, October 4, 2024

গোয়ালন্দে সরকারের উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর (শুক্রবার) রাত পৌনে ৮ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডস্হ বিজয় বাবুর পাড়ার মঠ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জুনার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের আসাদ চৌধুরী, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস আলী মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহবুব রাব্বানী, পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোঃ নিজাম, গোয়লন্দ উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক শুকুমার মন্ডল, গোয়ালন্দ পৌর যুব মহিলা লীগের সাধারন সম্পাদক সুনিতা বিশ্বাস, মঠ মন্দিরের সাধারন সম্পাদক দিলিপ সাহা প্রমূখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here