Friday, December 27, 2024

জমি চাষ করতে গিয়ে পাওয়ার টিলার চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ  রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি চাষ করতে গিয়ে স্টক করে পাওয়ার টিলার চাষি সামছুল শেখ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

২১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সামছুল শেখ জাবরকোল গ্রামের মৃত মইনুউদ্দিন শেখের ছেলে। নিজের সামান্য জমি ও অন্যের জমি লিজ ও বর্গা নিয়ে চাষাবাদ করতেন। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান এক মেয়ে রয়েছে।

স্থানীয় রহিম পাটোয়ারী জানান,বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় আমাকে বলছিলো আমার মাথা ঘুরতেছে আমি এখন আর চাষ করবো না আমি বাড়িতে চলে যাব এর মধ্যে আমাদের বাড়ির পাশে একটি মসজিদ রয়েছে ওখানে একটি উচু জায়গা দিয়ে উঠতে গিয়ে হয়তো তিনি স্টক করে পড়ে গেছেন পাশের একটি কবর স্থানের সঙ্গে। সেখান থেকে আমরা বালিয়াকান্দি হসপিটালে তাকে নিয়ে যাই

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আমি জানতে পেরেছি জমি চাষ করার সময় একজন কৃষক অসুস্থ হয়ে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।হসপিটালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকৃত তাকে মৃত ঘোষণা করেন। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here