Friday, October 11, 2024

দৌলতদিয়া আগুনে পুড়ে নিঃস্ব তিন হত দরিদ্র পরিবার

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে হত দরিদ্র তিনটি পরিবার । এতে পরিবারের গোয়াল ঘরসহ পুড়ে গেছে গবাদি পশু।

শুক্রবার (১৯ আগষ্ট) রাত দশটার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানাযায় পদ্মা পাড়ের অধিকাংশ গ্রাম বিলীন হয়ে যাওয়ায় মানুষ বিভিন্ন জায়গায় বসবাস শুরু করে। এদের কিছু মানুষ একত্রিত হয়ে আবার এই পদ্মা পাড়ে জমি লীজ নিয়ে বসবাস শুরু তাই এই গ্রামের নাম নতুন পাড়া। এখানে সবাই হত দরিদ্র তারা দৌলতদিয়া ঘাটে বিভিন্ন ব্যাবসা বানিজ্য করে। গতকাল শুক্রবার রাতে রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে মান্নান শেখ, আমির খান, আরশাদ আলীর বসত ঘরসহ সব কিছু পুরে ছারখার হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিসের ষ্টেশন আগুনের অগ্নিকাণ্ডে নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তা মোঃ সাবেকুল ইসলাম।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার আব্দুর রহমান বলেন, গতকাল দশটার দিকে ঘটনা শোনার সাথে সাথে ফায়ার সার্ভিসের ষ্টেশনের একটি দল ঘটনা স্থলে গিয়ে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here