Friday, October 11, 2024

নিখোঁজের ২৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় নৌকা ডুবে গত সোমবার সকাল নয়টার দিকে মো. আব্দুল কুদ্দুস (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছিল। আব্দুল কুদ্দুস উপজেলার হাবাসপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।

দীর্ঘ ২৮ ঘন্টা খোঁজাখুজির পরে তার মরদেহ আজ দুপুরে শামিম পুরের পদ্মা নদীর পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পাংশা ফায়ার সার্ভিসসহ ডুবুরি দল।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা রয়েল আহম্মেদ বলেন, আমরা গতকাল সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে আসি এবং বেলা ১০টার পর থেকেই ডুবুরি দল নিয়ে উদ্ধারের কাজ শুরু করি। দীর্ঘ ২৮ ঘন্টা পরে আমরা আজ আব্দুল কুদ্দুসের মরদেহ শামিমপুরের পদ্মা নদীর পানিতে ভাসোমান অবস্থায় উদ্ধার করি। উদ্ধার শেষে মরদেহ টি স্থানীয় মেম্বারের সহযোগিতায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here