Friday, September 13, 2024

পাংশায় ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে আটক ৫

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে ৫ জনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা নিলুফার ইয়াসমিন স্কুল সংলগ্ন থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পাংশা মডেল থানা পুলিশের সাব-ইনস্পেক্টর তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার এসআই ফজর আলী সহ সঙ্গী পুলিশ দল নিয়ে কলিমহর ইউপির হোসেনডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে তাদের গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।মামলা দায়ের পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বেজপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মামুন আলী (৪০), কুঠিমালিয়াটের কালু মন্ডলের ছেলে রানা মন্ডল (৩০), বিল সারিন্দা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)। বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলী শেখ এর ছেলে সজল শেখ (২৫) ও মৃত আনোয়ার শেখ এর ছেলে সাইদুল শেখ (৩৮)।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here