Monday, November 4, 2024

পাংশায় নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলায় নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ। নিখোঁজ শিক্ষার্থীকে বাবুপাড়া ইউপির দুর্গাপুর গ্রামে বুধবার (৭ জুন) রাত দুইটায় একটি বাঁশ বাগান থেকে হাসিব(১৩) নামের স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্র উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের অটোরিকশা চালক মো. হামিদুলের ছেলে ও সমষপুর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

নিহত স্কুল ছাত্রের বাবা হামিদুল বলেন, মঙ্গলবার বিকেল চারটার দিকে আমি অটো ভ্যান নিয়ে বের হই। তার কিছু সময় পরই নিখোঁজ হয় আমার ছেলে। অনেক খোঁজাখুঁজির পর পাংশা মডেল থানা পুলিশকে জানানো হলে, রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, হত্যাকারীরা শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুনে ঝলসে দিয়েছে, দুই চোখ আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে এবং আসামিদের ধরার চেষ্টা চলছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here