Tuesday, November 12, 2024

পাংশায় পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

উজ্জ্বল হোসেন পাংশাঃ  রাজবাড়ীর পাংশায় পুকুরে ডুবে সৌরভ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সৌরভ পাংশা উপজেলার সত্যজিদপুর গ্রামের আফজালের ছেলে।
জানাগেছে, এসএসসি পরীক্ষা দিয়ে ৫মার্চ (মঙ্গলবার) দুপুরে পাংশা উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে সাতার দিয়ে এপার থেকে ওপারে যাবার সময় তাকে আর উঠতে না দেখায় স্থানীয়রা পাংশা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্বার কার্যক্রম পরিচালনা করে । পরে জাল টেনে নিখোঁজ সৌরভ কে উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার মহিদুল জানান, ঘটনার খবর পেয়ে আমরা উদ্বার কার্যক্রম পরিচালনা করে  গভীর পুকুর থেকে জাল টেনে ডুবে যাওয়া সৌরভ কে উদ্বার করতে সক্ষম হই। উপস্থিত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি  স্বপন কুমার মজুমদার বলেন, এসএসসি পরীক্ষার্থী নিহত সৌরভ সকালে না খেয়ে গোসল না করে পরীক্ষা দিতে গিয়েছিলো। পরীক্ষা শেষে দুপুরে বাড়ী যাবার আগে পাংশা উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে সাতার দিতে গয়ে হয়তো শারীরিক দূর্বলতার কারনে আর উঠতে পারেনি। পরে পুকুরেই মারা যায়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here