Monday, May 27, 2024

পাংশার বাহাদুরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা হানেফ শেখ প্রমুখ। দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তাগণ।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান হাবিব ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বাহাদুরপুর জামে মসজিদ এর ইমাম মাওলানা আমিরুল ইসলাম, স্থানীয় উলামায়ে কেরামগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here