Wednesday, November 6, 2024

পাংশার রঘুনন্দনপুর “দারিদ্র সংগঠন এর উদ্যোগে” বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত রঘুনন্দনপুর গ্রামের “দারিদ্র সংগঠন এর উদ্যোগে” বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৪ (এপ্রিল) সোমবার রাত ৮.৩০ মিনিটের দিকে রঘুনন্দনপুরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইমান আলী মাস্টারের সহধর্মিণী লায়লা খাতুন, সেনগ্রাম ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আজিজ প্রামাণিক, ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল – কলেজের এসএসসি – এইচএসসি ২৫ জন কৃতি-ছাত্রছাত্রীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের উদ্যোগে অসহায়, দুস্ত ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত বিরতি করা হয়। পরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here