Monday, May 27, 2024

পাংশায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

উজ্জল হোসেন, পাংশা : পাংশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here