Sunday, September 8, 2024

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ২জন কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ পরিচয়ে মহাসড়কে চাঁদাবাজির সময় গ্রেপ্তার জুনায়েদ পাটোয়ারী ও সৌরব হোসেন নামে দুইজনকে কে আদালতে সোপর্দ করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ । পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয় ।

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । রাজবাড়ী সদর থানা মামলা নাম্বার ১২/৫/২০২৩ । মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার জুনায়েদ পাটুয়ারি প্রায় এক বছর আগে ফরিদপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন । সেখান থেকে কোন এক অপরাধে তাকে ক্লোজড করা হয় । তবে কি অপরাধে তাকে ক্লোজড করা হয়েছে তা স্বীকার করেনি গ্রেপ্তার জুনায়েদ পাটুয়ারী ।

আজ ১৩ই মে (শনিবার) রাজবাড়ী সদর থানা থেকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণ করেন ।

উল্লেখ্য, গত ১২ মে (শুক্রবার) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় চেক পোষ্ট বসিয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় সদর উপজেলার বিচিত্রা গ্রামের জুনায়েদ পাটোয়ারী ও মুকুন্দিয়া গ্রামের সৌরব হোসেন কে আটক করে স্থানীয়রা আলাদীপুর হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে । পরে তাদেরকে রাজবাড়ী সদর থানায় সোপর্দ করা হয় ।
ফলো আপ :

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here