Saturday, December 14, 2024

প্রার্থীতা ফিরে পেলেন এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস

রাজবাড়ী জার্নাল : রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) সংসদীয় আসনে নির্বাচনের জন্য প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস। ১২ই ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে তিনি রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খানের সাথে সাক্ষাত করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, ১ শতাংশ ভোটারের জমাকৃত সই ত্রুটিপূর্ণ থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে আমি নির্বাচন কমিশনে আপিল করলে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল বিভাগে স্বতন্ত্র পদে সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল বিভাগ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

তিনি আরোও বলেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হলে আমার বিজয় নিশ্চিত। আমি জনগণের জন্য তথা রাজবাড়ী-১ আসনের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাবো। ‘

উল্লেখ্য, গত ৪ঠা ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায় স্বতন্ত্র ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। ‘

রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উক্ত পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here