Wednesday, December 4, 2024

বালিয়াকান্দিতে জাতীয় যুব দিবস পালিত

এস,এম রাহাত হোসেন ফারুক: “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে (১ নভেম্বর) বুধবার সকালে উপজেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যুব র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে যুব র‌্যালী বের হয়।

র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা অডিটরিয়ামে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন, যুব ঋণ গ্রহিতা তপু, সফল যুব নারী সাজিয়া আফরিন ডলি, যুব উদ্দোক্তা মোঃ শিমুল হাসান, যুব সংগঠক এ্যাসেড পরিচালক শাজাহান সিদ্দিক প্রমুখ । আলোচনা সভা শেষে ৯ জনের মধ্যে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকার চেক ও প্রশিক্ষণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here