Friday, October 11, 2024

বালিয়াকান্দিতে রং, সোডা, লবন মিশিয়ে তৈরী হচ্ছে সারপ্রেক্সেল

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে রং, লবন, সোডা সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তৈরী হচ্ছে ডিটারজেন্ট পাউডার ও সারপ্রেক্সেল।

বুধবার রাতে বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর বাজারে অবৈধ এ কারখানায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


রাত পৌনে ১০ টার সময় মুঠোফোন জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, অবৈধ ভাবে গড়ে উঠা নকল ডিটারজেন্ট পাউডার ও সারপ্রেক্সেল তৈরী কারখানায় এখনো অভিযান চলছে। এ কারখানার মালিক জঙ্গল ইউনিয়নের হাবাসপুর এলাকার বিকাশ বসুর ছেলে বিচিত্র বসুকে আটক করা হয়েছে। মালামাল জব্দ করা হচ্ছে। অভিযান চলমান রয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here