Friday, October 4, 2024

বালিয়াকান্দিতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

এস এম রাহাত হোসেন, ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রীকৃষ্ণের শুভজন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলার শাখার আয়োজনে আলোচনা সভা ও মঙ্গল শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
(৬ সেপ্টেম্বর) বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্রোপাধ্যায়ের সভাপতিত্বে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন । এসময় পূজা উদযাপন পরিষদ সহ হিন্দু ধর্মীয় বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা পরবর্তী শেখ রাসেল মিনি স্টেডিয়াম চত্বর থেকে ঢাকডোল বাদ্যযন্ত্রসহ বিশাল একটি শোভাযাত্রা বের হয়। প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে চামটা মন্দিরে গিয়ে শেষ হয়। পরিশেষে কৃষ্ণ ভক্তকুলে মহাপসাদ বিতরণ করা হয়েছে।

অপরদিকে, বালিয়াকান্দি মহাশ্মশান ও মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here