Friday, October 11, 2024

বালিয়াকান্দিতে সাংবাদিকদের নবাগত ইউএনও’র মতবিনিময়

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজিত সোমবার (৩ জুন) বিকালে উপজেলা হলরুমে মতবিনিময় সভায় উপজেলার কর্মরত সাংবাদিক ও উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনগনের সেবা দিতে অর্পিত যা দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করতে চাই। এজন্য সাংবাদিক ও উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। ‘

তিনি ২০১৭ সালে তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা হিসেবে চাকরীতে যোগদান করেন।

বালিয়াকান্দি উপজেলাতে যোগদানের পূর্বে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক তাঁকে বালিয়াকান্দিতে পদায়ন করা হয়। তাঁর জন্মস্থান দিনাজপুর জেলায়। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী। ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here