Sunday, February 5, 2023

বালিয়াকান্দিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ আমিরুল হক ঃ রাজবাড়ী বালিয়াকান্দিতে সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও সমবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৭ সেপ্টেম্বর) দুুপুরে জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এটিএন বাংলা ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে ও দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধির সোহেল রানার সঞ্চালনায় বক্তৃতা করেন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, কালুখালী প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আজু শিকদার,বালিয়াকান্দি প্রেস ক্লাবের সাধারণত সম্পাদক রফিকুজ্জামান লিটন, পাংশা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম রেজা শিশির, প্রথম আলো জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ প্রমুখ।
বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন এর তীব্র নিন্দা জানান এবং এই কালো আইন বাতিলের দাবি জানান।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান,বাংলাদেশ বুলেটিনের প্রতিনিদি মেহেদী হাসান রাজু, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম মিলন সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here