Wednesday, December 4, 2024

ব্যাডমিন্টন খেলতে গিয়ে মারা গেলেন এস আই মনিরুজ্জামান

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ থানায় কর্মরত এস আই (উপ-পরিদর্শক) মনিরুজ্জামান মুন্সী (৫৮) ‘র মৃত্যু হয়েছে।

নিহত মনিরুজ্জামান মুন্সী ফরিদপুর জেলার নগরকান্দার বাসিন্দা, তিনি গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, রোববার রাতে ওই এসআই থানার অন্য কর্মচারীদের সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলা চলাকালীন রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করেই মাঠে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে গোলন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ লাইনে প্রথম নামাজে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
এ বিষয়ে নিহত এস আই মনিরুজ্জামান মুন্সী’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here