Monday, November 4, 2024

ভাষার মাসে ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ২১ টি প্রশ্ন

১। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির প্রথম শহিদ কে — শহিদ রফিক উদ্দিন অহমদ।

২। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় —১৯৪৭ সালে।

৩। ভাষা আন্দোলন শুরু হয় কত সালে— ১৯৪৭ সালে।

৪। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন –খাজা নাজিমউদ্দীন।

৫। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন —মালিক গোলাম মোহাম্মদ।

৬। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন —-নুরুল আমিন।

৭। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয় —১৯৮৭ সালে।

৮। একুশে ফেব্রুয়ারি প্রথম শহিদ দিবস হিসাবে পালিত হয় —১৯৫৩ সালে।

৯। কোন সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি গাওয়া হয় —১৯৫৪ সালে।

১০। ভাষা শহিদদের স্মরণে নির্মিত ভাস্কর্য “মোদের গরব” এর স্থপতি –অখিল পাল
১১। ভাষা শহিদদের স্মরণে নির্মিত ভাস্কর্য “অমর একুশে” এর স্থপতি —জাহানারা পারভীন।

১২। ভাষা শহিদদের স্মরণে নির্মিত ভাস্কর্য মোদের গরব কোথায় অবস্থিত —বাংলা একাডেমি চত্বর।

১৩। ভাষা শহিদদের স্মরণে নির্মিত ভাস্কর্য অমর একুশে কোথায় অবস্থিত— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

১৪। বাংলাদেশের সর্বোচ্চ শহিদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত –উচ্চতা ৭১ ফুট।

১৫। বাংলাদেশ সরকারের অর্থায়নে বহির্বিশ্বে শহিদ মিনার প্রথম নির্মিত হয় জাপানের টোকিওতে —২০০৫ সালে।

১৬। মুসলিম দেশগুলোর মধ্যে শহিদ মিনার প্রথম নির্মিত হয় —-ওমানে।

১৭। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় –৯ মে, ১৯৫৪।

১৮। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় —-১৯৫৬ সালে।

১৯। বাংলাদেশের জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয় —১৯৮৭ সালে।

২০। ২১ শে ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়– ২০০০ সালে।

২১। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস —-একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

(c) -copy_post

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here