Thursday, December 12, 2024

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৯আগষ্ট) সন্ধ্যায় খানখানা পুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং এলাকা বাসীর ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়।

মোঃ আমির আলী মোল্লার সভাপতিত্বে এবং নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান।

আলোচনা সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এলাকা থেকে মাদক নির্মূলের ব্যাপারে প্রশাসনের সহায়তা চাওয়া হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন, গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার , মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক সেলিম মুন্সি।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান বলেন, মাদকের ব্যাপারে পুলিশ সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাদক নিয়ন্ত্রণে তিনি এলাকা বাসীর সহযোগিতা কামনা করেন এবং এই এলাকাকে মাদক মুক্ত করার ব্যাপারে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here