Friday, October 11, 2024

মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী জার্নাল ডেস্ক: মাদক মামলায় রাজবাড়ীতে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

২৪শে সেপ্টেম্বর (রবিবার) রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন।

রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর জেলার কাগমারীর বেনাপোল পোর্ট থানা এলাকার মোঃ নুরুল হকের ছেলে মোঃ আমিনুর রহমান (৩০), মোহাম্মদ আলী’র ছেলে মোঃ শওকত আলী (১৮), মোঃ কুদ্দুস আলী বিশ্বাসের ছেলে মোঃ কামরুল ইসলাম (১৮) । রায় ঘোষণার সময় মোঃ আমিনুর রহমান উপস্থিত ছিলেন ,তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এ সময় অন্য দুই আসামী পলাতক ছিলেন।
সূত্রে জানা গেছে,

রাজবাড়ী’র গোয়ালন্দ ঘাট থানার এস আই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স সহ গত ১৫ই অক্টোবর ২০০৯ তারিখে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ঘাট থানাধীন ফিড মিলের সামনে যানবাহন তল্লাশির সময় বেনাপোল থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের বাস ( যশোর-ব-০০৩৮) সংকেত দিয়ে থামিয়ে তল্লাশির সময় আসামীদের নিকট থেকে বিশেষ কায়দায় লুকানো মোট ৮ লিটার আমদানী নিষিদ্ধ ভারতীয় কডিনযুক্ত ফেন্সিডিল উদ্ধার করেন। গোয়ালন্দ ঘাট থানার সাধারণ ডায়রী নং-৫০৭ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here