Friday, October 11, 2024

মুক্ত আনন্দের আয়োজনে দিনব ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ  স্বপ্নের বীজ বুনি নবদিগন্তের পথে প্রান্তরে” স্লোগানকে সামনে রেখে মুক্ত আনন্দ ‘রাজবাড়ীর আয়োজনে ২৬শে ফেব্রুয়ারি রাজবাড়ীর পাবলিক হেলথ্ মোড়স্থ্য যমুনা মেডিকেল সার্ভিসেস এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

মুক্ত আনন্দ ‘রাজবাড়ীর আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেলক্যাম্প এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি অসীম কুমার পাল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল হক, সম্মিলিত সাংস্কৃতির জোটের সহ-সভাপতি লুৎফর রহমান লাবু, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, অংকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, যমুনা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে আনোয়ার হোসেন , কবি ইউসুফ বাসার আকাশ, আতাউর রহমান প্রমুখ ।

দিনব্যাপী রোগী দেখেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আসা হৃদরোগ, মেডিসিন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডা.সুশীল কুমার রায় এছাড়াও গাইনী রোগ অভিজ্ঞ মহিলা সনোলজিস্ট ডা. রাবেয়া আক্তার তামান্না ।

স্বপ্নের বীজ বুনি নবদিগন্তের পথে প্রান্তরে" স্লোগানকে সামনে রেখে মুক্ত আনন্দ 'রাজবাড়ীর আয়োজনে ২৬শে ফেব্রুয়ারি রাজবাড়ীর পাবলিক
মুক্ত আনন্দের আয়োজনে দিনব ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

রোগী দেখা শেষে বিকেলে আলোচন সভা অনুষ্ঠিত হয় । রাজ্জাকুল আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের পর আগত ডা.সুশীল কুমার রায় ও ডা. রাবেয়া আক্তার তামান্না সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিগণ ।

আয়োজন ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন রাজবাড়ীর মুক্ত আনন্দ’ এর পরিচালক অজয় দাস তালুকদার ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here