Saturday, July 27, 2024

রহমানীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরান শরীফ প্রদান

মোঃ ইমদাদুল হক রানা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার রহমানীয়া হাফেজিয়া মাদ্রাসার ১৫ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়ার হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাজার (ভুমি অফিস) রহমানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ১৫ শিক্ষার্থীর নতুন কোরআন শরীফ হাতে তুলে দেওয়া হয়েছে। তারা সম্প্রতি কায়দা শেষ করে পবিত্র কোরআন শরীফ হাতে নেন। কোরআন শরীফ হাতে তুলে দেন উপজেলার সোনাপুর আল জামিয়াতুল আরাবিয়া বাইতুল উলুম রসুলপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ উল্লাহ ও হাফেজ আবুল হাসান।

বহরপুর রহমানীয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি নুর মোহাম্মদ বাবলুর সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে দোয়া করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ক্বারী মোঃ আবু বক্কার সিদ্দিক। এসময় অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের অন‍্যান‍্য সদস‍্য, মাদ্রাসার মুহতামীম হাফেজ মোঃ তৈয়েবুর রহমানসহ সকল শিক্ষক,বহরপুর বাজারপরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি তৈয়েবুর রহমান সহ বহরপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ,সুধীসমাজ ছাত্রগণ উপস্থিত ছিলেন। কোরআন শিক্ষার গুরুত্ব, ছাত্রদের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়া আদর্শ সমাজ ব্যাবস্থা গঠন নিয়ে আলোচনা করাহয়। আসন্ন কোরবানীর ঈদে কোরবানীর পশুর চামড়া মাদ্রাসার এতিম ও মিসকিন ছাত্রদের উদ্দেশ্যে দান করার বিশেষ জন্য আহ্বান জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here