Thursday, December 12, 2024

রাজবাড়ীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামী গ্রেফতার

রাজবাড়ী জার্নাল: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান এবং ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারটি মামলার আসামী সাব্বির মন্ডল (২৫)কে আটক করা হয়েছে। গ্রেফতার সাব্বির মন্ডল জেলার রাজবাড়ী সদর থানাধীন বড় চরবেনীনগর সাকিনস্থ বিল্লাল মন্ডলের ছেলে ।

১৯শে জানুয়ারি(শুক্রবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা’র ওসি মোঃ মনিরুজ্জামান খান ।

তিনি জানান, ১৯শে জানুয়ারি(শুক্রবার) সকাল সারে ৮টার দিকে রাজবাড়ী ডিবি’র একটি টিম অভিযান পরিচালনা করে সাব্বির মন্ডলের বাড়ীর পূর্ব পাশে রাস্তার উপর থেকে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার । পরে বেলা একইদিন বেলা সোয়া ১২ টায় তার দেওয়া তথ্য মতে রাজবাড়ী সদর থানাধীন বড় চরবেনীনগর সাকিনস্থ জনৈক মুকুল মন্ডলের পতিত জমির মধ্যে ঘাসের ছোপের পাশ্বে বালু খুড়ে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান ডিবি’র ওসি ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here