Friday, October 11, 2024

রাজবাড়ীতে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

রাজবাড়ী জার্নাল ডেস্ক:  রাজবাড়ীতে অস্ত্র মামলায় মোঃ নুর ইসলাম শেখ (২৭) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদলত । বুধবার (৪অক্টোবর) রাজবাড়ী বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা ১৮৭৮ সালের অস্ত্র আইন The Arms Act, 1878 এর Section 19A.ধারায় এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোঃ নুর ইসলাম শেখ সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢেকিগাড়িয়া গ্রামের মোঃ আবেদ আলী শেখের ছেলে। মামলার জি,আর নং- ১৩২/২০১২ । এ মামলায় জামিনে ছিলেন আসামী মোঃ নুর ইসলাম রায় ঘোষনার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১০ সালের ২১শে মে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশন এর সামনে ডান পাশে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে থেকে ফরিদপুর র‍্যাব ৮ ২নং কোম্পানীর ডিএডি মুন্সী আলমগীর সঙ্গীয় এস আই এস,এম মনিরুল হোসেন সহ আসামী মোঃ নুর ইসলাম শেখকে একটি দেশীয় তৈরি এল.জি সহ গ্রেফতার করে । এ সময় তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করা হয় ।
এ ঘটনায় র‍্যাব রাজাবড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার মামলা নং- ২১ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here