Friday, October 4, 2024

রাজবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জার্নাল ডেস্ক: ‘ইন্টারনেটে তথ্য পেলে জনগনের শান্তি মেলে, তথ্যের অবাদ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ শীর্ষক প্রতিপাদ্যে রাজবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক সমাজ (সনাক)এর আয়োজনে বুধবার (২৭শে সেপ্টেম্বর) সকাল সারে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দসের সঞ্চালনায় তথ্য অধিকার আইন, তথ্য অধিকার বিষয়ক নীতিমালা, আবেদন ও প্রাপ্তি অভিযোগ ,শুনানী তথ্য কমিশন বিষয়ক গুরুত্বপূর্ন বিষয় সমূহ প্রোজেক্টরের বিভন্ন স্লাইডের মাধ্যমে আলোকপাত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম।

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাউদ্দিন আহমেদ, এনজিও রাস এর নির্বাহী পরিচালক লুতফর রহমান লাবু, কালের কণ্ঠ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বুলেটিন পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মো.কবির হোসেন, সনাকের সভাপতি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভার পর সরাকারি দফতরের বিভিন্ন তথ্যসমূহ ওয়েভসাইটে আপলোড এবং ওয়েভসাইটে আপডেট করার জন্য ১৭টি সরকারি প্রতিষ্ঠানের দফতর প্রধানের হাতে পুরষ্কার তুলেদেন জেলা প্রশাসক। রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষে ১ম পুরষ্কার গ্রহন করেন স্থানীয় সরকারের উপপরিচালক আসাদুজ্জামান রিপন ,জেলা পুলিশের পক্ষ থেকে ২য় পুরষ্কার গ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here