Thursday, December 12, 2024

রাজবাড়ীতে কাঠ বোঝাই নচিমনের ধাক্কায় প্রান গেলো মোটরসাইকেল আরোহীর

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজারে কাঠ বোঝাই নচিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে শহিদুল নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শহিদুল নিজাতপুরের নুরাল মাঝীর ছেলে ।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা নয়ন ও নিরব নামে আরোও দুইজন আহত হয়েছে।

জানাগেছে, মোটরসাইকেলে করে কাজ শেষে দুপুরের খাবার খেতে আসার সময় বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই নিচিমেনের সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা শহিদুল রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত শহিদুল-

এ বিষয়ে ঘাতক নচিমন ও চালক কে থানায় আনা হয়েছে বলে জানান রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখার আলম প্রধান।

রাজবাড়ীতে বেপরোয়া নিচিমন চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। মহা সড়ক ও গ্রামের পথে নচিমন বন্ধের দাবী জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here