Wednesday, December 4, 2024

রাজবাড়ীতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা গার্ড, ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন, ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান। প্রতিবেদন পাঠ করেন বালিয়াকান্দি কোম্পানি কমান্ডার আবদুর রউফ মোল্লা।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here