Friday, October 4, 2024

রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে ।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাজবাড়ী সদর উপজেলার বেলগাছী পুরাতন বাজার ও সূর্য্যনগর রেইলগেট এলাকায় অভিযান পরিচালনার সময় বেলগাছীর মেসার্স সাহা বাণিজ্যালয়ের মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়, একই দিনে সূর্য্যনগর রেলগেইট বাজারের মায়ের আঁচল স্টোরের মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান বলেন , বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী এবং খাদ্যপণ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫১ ধারায় দুই প্রতিষ্ঠান মালিককে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে । জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি । ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here