Friday, October 11, 2024

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান পেলেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ‘শুদ্ধাচার পুরস্কার’

রাজবাড়ী জার্নালঃ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ‘শুদ্ধাচার পুরস্কার’ ২০২৩-২৪ পেয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান ।

গত ২৬শে জুন (বুধবার) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের হাতে শুদ্ধাচার পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন।

জানা গেছে, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানসহ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ জেড এম নূরুল হক ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে গাড়ি চালক (মূল পদায়ন জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা) মোঃ অলিউর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহায়ক মোঃ কবির হোসেন শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বৃহস্পতিবার রাজবাড়ী জার্নাল কে বলেন, শুদ্ধাচার পুরস্কার আমার টিম এর সবার জন্য একটি বড় প্রাপ্তী। সবাই মিলে ভালো কাজ করার দরুন এ পুরষ্কার পেয়েছি। এ কৃতিত্ব সবার। এ পুরষ্কার আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতের জন্য আরোও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here