Sunday, September 8, 2024

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ হাবিব মোল্লা(৩৫), পিতা-মৃত আবু তালেব মোল্লা, ২। মোঃ ফরহাদ শেখ(৩০), পিতা-মোঃ রশিদ শেখ, ৩। মোঃ আহাদুজ্জামান(৪৫), পিতা-মোঃ সবেদ আলী শেখ, ৪। মোঃ রইচ শেখ(৩৫), পিতা-মৃত করিম শেখ, সর্ব সাং-জালদিয়া, ৫। মোঃ মঞ্জুর হোসেন মোল্লা(৩৯) পিতা-মৃত আনোয়ার হোসেন মোল্লা, সাং-জালদিয়া বালুরচর, ৬। মোঃ রাজীব মোল্লা(৩১) পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, সাং-বানিয়ারি, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী ।

রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমার এর নেতৃত্বে, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এআসই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের জালদিয়া বাজারস্থ জনৈক মোঃ শুক্কুর আলী(৩৫), পিতা-মৃত খোরশেদ আলী এর চায়ের দোকান ঘরের ভিতর থেকে তাদেরকে জুয়ার খেলার আসর থেকে নগদ ১,৬৪৫/-(এক হাজার ছয়শত পয়তাল্লিশ) টাকা ও বিভিন্ন রংয়ের ০২(দুই) পেটি(বান্ডিল) খেলার তাস, একটি প্লাস্টিকের বস্তাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here