Friday, September 20, 2024

রাজবাড়ী ডিবি পুলিশের হাতে একাধিক মামলার আসামী ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাঁচ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী মোঃ নাছিরুল বিশ্বাস (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে।
(৬ জুলাই) বুধবার রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া বাবু চেয়ারম্যানের অফিস সংলগ্ন বটতলায় অভিযান পরিচালনা করে।

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায়,রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে,

এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই দীপন কুমার মন্ডল সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ নাছিরুল বিশ্বাসকে পাঁচ কেজি গাঁজাসহ হাতে-নাতে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য তিন লক্ষ টাকা। ধৃত আসামী মোঃ নাছিরুল বিশ্বাসের বিরুদ্ধে পূর্বে বালিয়াকান্দি থানার এফআইআর নং-৯/৪৫, তারিখ-২৩ এপ্রিল, ২০১৭; জি আর নং-৪৫/১৭, ধারা-১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩৮০/ ৩৫৪/ ৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; বালিয়াকান্দি থানার এফআইআর নং-১৪, তারিখ-২৯ জানুয়ারি, ২০২৩; জি আর নং-১৪, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; বালিয়াকান্দি থানার এফআইআর নং-৩/৩২, তারিখ-০৮ মার্চ, ২০২১; জি আর নং-৩১/২০২১, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; বালিয়াকান্দি থানার এফআইআর নং-১৪, তারিখ-২৮ এপ্রিল, ২০২৩; জি আর নং-৬৬, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; বালিয়াকান্দি থানার এফআইআর নং-০১, তারিখ-০৪ নভেম্বর, ২০০৭; ধারা-১৪৩/৩৭৯/১১৪ পেনাল কোড-১৮৬০; মামলাগুলি আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here