Friday, October 11, 2024

রাজবাড়ী বারেক গ্রাম

রাজবাড়ীঃ বানিবহের বিলে ঘেরা বারেক গ্রাম । বর্ষায় নৌকাই এ গ্রামের প্রধান বাহন । রাজবাড়ী শহর থেকে প্রায় ১২ কিলোমিটার এবং বানিবহ থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিনে এ অবস্থিত গ্রামটি ।

বিলের সাথে গ্রামের শিশু কিশোর ও বয়স্কদের যেন আজন্ম সক্ষতা গড়ে উঠেছে।

এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। বিলে মাছ ধরেও চলে অনেক জেলে পরিবারের জীবন ও জীবীকা ।

বর্ষায় বিলের পানি থাকে ভরপুর । বিলের কানায় কানায় ভরে যায় পানিতে। এ সময় অনেক ভ্রমণ পিপাসূ মানুষেরা তাদের প্রিয়জনদের সাথে নিয়ে ঘুরতে আসেন এই বিলে।

নৌকায় করে বিলে ঘুরতে বেশ আনন্দ তাদের । গ্রামের কিশোর ও বয়স্করা তাদের ছোট ছোট নৌকায় ভ্রমন পিপাসু মানুষদের ঘন্টা চুক্তিতে ঘুরিয়ে বেড়ায় সেখানে। পরিবারের বাড়তি আয় এটি । দিনে ৪থেকে৫ শত টাকা আয় করে প্রতিটি মাঝি ।

এ এলাকার জেলেদের জীবন ও জীবিকা চলে এই বিলে মাছ শিকার করে। কই ,টাকি, টেংরা, পুটি সহ নানা রকমের দেশিয় মাছ শিকার করে তা বাজারে বিক্রি করে চলে জেলেদের পরিবার ।

বিকেল হলেই বিলের পাশে ভিড় জমে উঠে ভ্রমণ পিপাসূ মানুষের। বিশেষ করে শুক্রবার কিংবা ছুটির দিনে অনেক মানুষ তাদের পরিবার ও প্রিয়জনদের নিয়ে বেড়াতে আসে এখানে ।

নৌকায় করে বিলের পানিতে ভেসে মনকে প্রকৃতির সাথে মিলিয়ে দেয় তারা।

 

ভিডিও দেখতে ভিজিট করুন- ইউটিউব রাজবাড়ী জার্নাল / Rajbari Journal 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here