Tuesday, November 12, 2024

রাজবাড়ী অরুণোদয়ের সাংবাদ সম্মেলন

নেহাল আহমেদ।রাজবাড়ী:  আগামী ৯ ই ২০২২ রাজবাড়ী পঞ্চনদীর প্রথম মিলন উৎসব উপলক্ষে আজ সকাল ১১ টায় রাজবাড়ী মহিলা পরিষদের রাসসুন্দরী দেবী মিলনায়তনে এক সাংবাদ সম্মেলন করছেন।

রাজবাড়ী জেলা শিল্পকলার অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অরুণোদয়ের সংগঠনের মুখপাত্র অঙ্কন রানা। এ ছাড়া অনুষ্ঠানের উদেশ্য এবং বিষয় নিয়ে কথা বলেন সংগঠনির যুগ্ন সাধারন সম্পাদক দিনার লাকি এবং সম্পাদক শ্রাবণী দত্ত দয়া।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তারা জানান,পদ্মা বিধৌত রাজবাড়ী আমাদের প্রথম অনুষ্ঠান, আমরা মুলত পাঁচটি নদী অববাহিকার মানুষ মিলে এই আয়োজন করছি।সেই কারনে পঞ্চনদীর মিলন উৎসব নাম দিয়েছি অনুষ্ঠানটির।

অরুণোদয় মুলত হাওয়াইন গিটারের উপর কাজ করেন।হাওয়াইন গিটারের সাথে নৃত্য ও আবৃত্তি পরিবেশনার মাধমে অনুষ্ঠান কে বৈচিত্র্যময় ময় করে সাজানো হয়েছে বলে জানান তারা

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here