Friday, September 13, 2024

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী জার্নাল ডেস্ক: সাপের কামড়ে রাজবাড়ীতে নার্গিস আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত নার্গিস আক্তার সদর উপজেলার ভবানীরপুর গ্রামের রিক্সা চালক নয়ন শেখের স্ত্রী।

২৩শে সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়িতে গিয়ে জানতে পারেন, তাঁর স্ত্রীকে কিসে যেন কামড় দিয়েছে। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, কোন সাপে কামড় দিয়েছে তা কেউ বলতে পারেনি।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাওন শারমীন বলেন, ওই নারীকে সাপে কেটেছে। তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here