Friday, June 14, 2024

সার ও কীটনাশকের দোকানের বেড়া কেটে মালামাল ফেলে বিনষ্ট ও চুরি

এস এম রাহাত হোসেন ফারুক বালিয়াকান্দিঃ  রাজবাড়ীর বালিয়াকান্দিতে সার ও কীটনাশকের দোকানের বেড়া কেটে ভিতরে ঢুকে মালামাল ফেলে বিনষ্ট করাসহ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চামটা স্কুল গেটের সামনে দোকানের টিনের বেড়া কেটে মালমাল বিনষ্ট করাসহ চুরি হয়েছে।
ব্যবসায়ী বিকাশ রায় বলেন, বুধবার রাত ১২ টার পর দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। বৃহস্পতিবার সকাল ৭টার সময় দোকানে এসে দেখতে পাই, পিছনের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে সমস্ত মালামাল ফেলে বিনষ্ট করাসহ কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। এতে তার দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here