Saturday, September 21, 2024

হেরোইন সহ একাধিক মামলার দুই আসামী গ্রেফতার

রাজবাড়ী জার্নাল ডেস্ক: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ৫.৫ গ্রাম হেরোইন সহ একাধিক মামলার আসামী দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফাতারকৃতরা হলেন- রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার নতুন মসজিদ পাড়ার মোঃ শহীদ শেখের ছেলে তুহিন শেখ ওরফে তুহিন কসাই (৩০) ও বড়লক্ষীপুর এলাকার মৃত কেতু খা’র ছেলে মোঃ বাবু খাঁ (৩৩) ।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মনিরুজ্জামান খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ই অক্টোবর (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর নতুন মসজিদ সাকিনে মাদক কারবারী জনৈক মিলন কসাই এর বাড়ীর রান্না ঘরের সামনে থেকে দুই জনকে ৫৫ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে। যার ওজন ৫.৫ গ্রাম ।

তিনি আরও জানান গ্রেফতার দুই আসামীর মধ্যে তুহিন শেখের বিরুদ্ধে ২টি ও বাবু খাঁ’র বিরুদ্ধে ৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here