Friday, October 4, 2024

৫ শতাধিক স্কুল ছাত্রী পেলো স্বাস্থ্য সুরক্ষা স্যানেটারি ন্যাপকিন ‘জয়া’

মোজাম্মেল হক লালটু,গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সভা করেছে সোশাল মার্কেটিং কোম্পানী (এসএমসি)।

অনুষ্ঠানে ৫’শ স্কুলছাত্রী ও ২৬ জন শিক্ষক- কর্মচারীর হাতে এক প্যাকেট করে স্যানেটারি ন্যাপকিন ‘জয়া’ উপহার হিসেবে তুলে দেয়া হয়।

মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় এসএমসি এন্টারপ্রাইজ লিঃ,কুষ্টিয়া অফিসের আয়োজনে দৌলতদিয়া মডেল হাইস্কুলের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম আলিফ নুর।
অনুষ্ঠানে মেয়েদের মাসিক হওয়া, এ সময়ের ব্যাক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্হ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক মূল বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ অসীম সরকার।
দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ইসতিয়াজ ইউনুস, গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে তানিয়া, এসএমসি’র কুষ্টিয়া অফিসের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন,এসএমসি’র সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ শিব্বির আহমেদ,সিনিয়র সেলস মোশন অফিসার রেজাউল করিম,সিনিয়র টেরিটরি সেলস অফিসার এমরান হোসেন,প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ও যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, পরিবার পরিকল্পনা বিভাগের দৌলতদিয়া ইউনিয়নের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম আলিফ নুর বলেন, মেয়ের মাসিক হওয়া খুবই স্বাভাবিক ঘটনা।এ নিয়ে কিশোরীরা খুবই উদ্বেগ -উৎকন্ঠার কিচ্ছু নেই। তবে এ সময় তাদের ঠিক কি করনীয় তা অনেকেই ভালভাবে জানে না। ব্যাক্তিগত পরিচ্ছন্নতার বিষয়েও অনেকে অসচেতন থাকে। তাই এসএমসি’র এই ধরনের সচেতনতা ধর্মী অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ।আশা করি এর মাধ্যমে কিশোরীরা অনেক কিছু জেনে ও তা সঠিকভাবে মেনে উপকৃত হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here