Sunday, September 8, 2024

৬ষ্ট বারের মত নৌকার মাঝি হওয়ায় জিল্লুল হাকিম এমপিকে ফুলের শুভেচ্ছা সংবর্ধনা

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ী-২-আসনে ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছা।

আগামী জাতীয় সংসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে। সারা দেশের ন্যায় সংসদীয় আসন ২১০ রাজবাড়ী-২ (পাংশা কালুখালী- বালিয়াকান্দি) আসনে এ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ৬ষ্ট বারের মত পেয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।

(২৮নভেম্বর) মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজ মাঠে রাজবাড়ী- ২ আসনের বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ইতি পূর্বে নৌকার মনোনয়ন নিয়ে ৫ বার নির্বাচনে অংশ গ্রহণ করে ৪ বার বিজয় লাভ করেন, প্রথম বার ১৯৯৬ সালের ১২ জুন নৌকা প্রতীকে ৮৮ হাজার ৬ শত ৬২ ভোট পেয়ে জয়লাভ করেন। ২০০১ সালে চার দলীয় জোটের প্রার্থী নাসিরুল হক সাবুর নিকট পরাজিত হন।

পরবর্তীতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ১লক্ষ ৯১ হাজার ৯শত ৬১ ভোটে নৌকা প্রতীকে বিজয় অর্জন করেন। একই ভাবে ২০১৪ ও ২০১৮ সালে বিশাল ব্যবধানে নৌকা প্রতীকে বিজয় অর্জন করে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেন তিনি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ মাতৃকার টানে ঝাপিয়ে পড়েন রনাঙ্গনে, তৎকালীন মহান মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জিল্লুল হাকিম।তার সহযোদ্ধারা বলেন-জিল্লুল হাকিম ছিলেন অবিচল স্বাধীনতাকামী একজন মহান মানুষ তার নেতৃত্বেই আমাদের এ অঞ্চল নতুন সূর্য পেয়েছিল হয়েছিল স্বাধীনতা।

রাজবাড়ী-২ আসনের বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান সংবর্ধনা জানান।

দির্ঘ সময় এ আসনে এমপি থাকায় এলাকায় ব্যপক উন্নয়ন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি- বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রিজ-কার্লভাট প্রভৃতি উন্নয়ন, হতদরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন এবং দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করণে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

মনোনয়ন পত্র হাতে পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি-জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞা জানিয়ে বলেন আমার নির্বাচনী এলাকা রাজবাড়ী-২ পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের ইচ্ছে পূরণ হয়েছে,আমরা ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করব।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here