Monday, December 23, 2024

অবৈধ বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে একজন কে ৫০ হাজার টাকা জরিমানা

  • রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী এলাকার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে  বালু মহাল ও মটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায়  মোঃ নুর আলম শেখ নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে শুক্রবার বিকেলে বেলগাছী মৌজায় পদ্মা নদীর তীরে অবৈধভাবে আইন লংঘন করে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এ সময় সদর থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্য অভিযানে সহায়তা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তলন না করার জন্য সতর্ক এবং পরিবেশ ও নদীর জন্য ক্ষতিকরভাবে বালু উত্তোলনের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় । জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here