Tuesday, December 24, 2024

অসময়ে গড়াই নদীতে ভাঙ্গনে ফসলের ব্যাপক ক্ষতি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অসময়ে গড়াই নদীর ভাঙ্গনে ফসলী জমি ও জিও ব্যাগ ফেলানো স্থানে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে মুরিকাটা পিয়াজ ক্ষেত, পিয়াজ বীজতলাসহ অন্যান্য ফসলী জমি বিলীন হয়েছে।
কথা হয় স্থানীয় কয়েকজন কৃষকের সাথে।এ সময়  স্থানীয় কৃষক মতিয়ার রহমান, সাহেব আলী শেখ, মাহবুব মোল্যা, রাজীব বলেন, ঘুর্ণিঝড় জাওয়ার প্রভাবে বৃষ্টি হয়। বৃষ্টিতে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর ও পোটরা এলাকায় বেড়িবাঁধের নিকট জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই পানি চুইয়ে নদীতে যায়। এ কারণে প্রায় এক কিলোমিটার এলাকায় ব্যাপক ভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে পিয়াজ বীজতলা, মুরিকাটা ক্ষেত ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে। পাশে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানো হলেও তা ভাঙ্গনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ কামনা করছি।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের রাজবাড়ী জেলা সভাপতি মোঃ মোকারম হোসেন বলেন, গড়াই নদীর অলংকারপুর, পোটরা এলাকায় ব্যাপক ভাবে অসময়ে নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। কয়েকদিনে প্রায় ১শত একর জমি ফসলসহ জমি নদীতে বিলীন হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ কামনা করছি।
জঙ্গল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, গড়াই নদীর ভাঙ্গনের বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, আমি ভাঙ্গনের বিষয়ে শুনেছি। রবিবার সকালে সরেজমিন পরিদর্শন করবো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here