Monday, December 23, 2024

রাজবাড়ীতে স্কুল ছাত্রীর আত্নহত্যা

  • রাজবাড়ী প্রতিনিধিঃ  রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিনধরা এলাকার মোছাঃ তাজমিন আক্তার(১৭) নামে এক ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী নিজ ঘরের আড়ার সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে। নিহত তাজনিম আক্তার চন্দনীর মোঃ কবির মণ্ডলের মেয়ে। সে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে পড়াশোনা করতো।

১৫ই মার্চ(মঙ্গলবার)বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে রাজবাড়ী সদর হাঁসপাতালে আনা হলে ইসিজি পরীক্ষা করা হয়। তখন জানাযায় সে মারা গেছে।

হাঁসপাতালে মেয়ের ভাই রাজীব মণ্ডল জানান, আমার বোনের পেটে ও মাথায় ব্যাথা করতো। বেশ কিছুদিন ধরেই সে এ ব্যাথায় অসুস্থ্য ছিলো। পেটের ব্যাথার কারনে সে কাউকেই কিছু না বলে গরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। তার বাবা ছিলেন একজন কৃষক । দুইভাই একবোনের সংসার ।

নিহত তাজমিন আক্তার এর মা রাবেয়া বেগম জানান, দীর্ঘদিন আমার মেয়ে পেটের ব্যাথায় ভুগছিলো । থেমে থেমে পেটের ব্যাথা অনেক বেশী আকার ধারণ করতো। আমার মেয়ে অনেক কান্নাকাটি করতো। হটাত গতকয়েকদিন ব্যাথা বেড়ে যায়। আজকে হটাত মেয়ে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহতা করে। পরে আমরা ধরাধরি করে সদর হাঁসপাতালে নিয়ে আসি। ইসিজি পরীক্ষার পর জানাযায় সে মারা গেছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন জানান, মেয়েটি পেটের ব্যাথায় আত্নহত্যা করেছে বলে দাবী করছে মেয়েটির পরিবার। আমরা অপমৃত্যু মামলা নেব। ময়না তদন্তের পর তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here